Avijog Lyrics ( অভিযোগ লিরিক্স) in Bangla by Tanveer Evan |

Avijog Lyrics ( অভিযোগ লিরিক্স ) :

Song Info:
Name: Ovijog Lyrics
Natok: Best Friend 
Singer : Tanveer Evan.
Lyrics and Tune: Tanveer Evan 
Composer: Piran Khan 
Producer : Probir Roy Chowdhury 
Starring : Farhan Ahmed Jovan Mehazabien Chowdhury  

Avijog lyrics ( অভিযোগ লিরিক্স ) in bangla - 

আহ হা হা হা... 
আমার সকল অভিযোগে তুমি 
তোমার মিষ্টি হাসি টা কি আমি 
আমার না বলার কথার ভাজে 
তোমার গানের কত সূর ভাসে 
তোমায় নিয়ে আমার লেখা গানে 
অযথা কত স্বপ্নবোনা আছে 
আমার হাতে আঙ্গুল এর ভাঁজে 
তোমাকে নিয়ে কত কাব্য রাটে

হে ভূলিনি তো আমি তোমার মুখের হাসি 
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি 
আস আবার ও কাছে হাত টা ধরে পাসে 
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে 
হে হে হে হে এই পৃথিবীতে 
হে হে হে হে.. 

তোমার পথে পা মিলিয়ে চলা 
তোমার হাতটি ধরে বসে থাকা
আমার আকাশে তোমার নাম টি লেখা
সাদা আকাশে কালো আকছাবোনা
তোমায় নিয়ে আমার লেখা গানে 
অযথা কত স্বপ্ন বোনা আছে 
আমার হাতের আঙ্গুল এর ভাজে 
তোমাকে নিয়ে কত কাব্য রাটে
ভুলিনি তো আমি তোমার মুখের হাসি 
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি 
আস আবার ও পাসে হাতটা ধরে পাসে 
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে 
হে হে হে হে এই পৃথিবীতে 
হে হে হে..... 

ভুলিনি তো আমি তোমার মুখের হাসি 
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি 
আছি তোমারই কাছে হাত টা ধরে পাসে 
আমায় নিয়ে চল তোমার পৃথিবীতে